রুবাইয়াত-ই-বোরহান (চারটি)
বোরহানুল ইসলাম লিটন
(১) খুব ভাবি
থাক ও’ ঘাড়ে মস্ত খাতা মানছি বিধি পাপ জমার,
তারচে’ ভারি বাটখারা যে সবাই বলে দান ক্ষমার!
কেনেই যাবে দুখ বা সুখে জ্ঞানহীনে দাস কাল হেরে?
খুব ভাবি দায় সব কি তারই, কলঙ্ক কি নয় তোমার!
(২) অবুঝ প্রেম
প্রেম যে আমার বড়ই অবুঝ রজ্জু বেঁধে দুই হাতে,
হৃদ মাঝারে রোপছে কাঁপন বুঝবে কে কোন সংঘাতে?
উইড়া যা রে বুলবুলি তুই করিস না আজ আর দেরি,
দরুদ সালাম দে পৌঁছে দে নূর নবীজীর রওজাতে!
(৩) একটু চাওয়া
হৃদ যে চির আশায় ভরা স্বপ্ন রঙিন জন বাহী,
কেউ বা খোঁজে দিন রজনী হোক ভূতলে বাদশাহী।
এই তো আছি সবার মতো! চাইলে দিতে ঢের বেশী?
হে প্রিয় রব ভাগ্যে লিখো একটু দীদার এলাহী!
দীদার এলাহী> দীদারে এলাহী।
(৪) কও তো!
ঝড় বা বাদল হানলে আঘাত ভাঙা বুকের বাম কোণে
হই তো কাতর, শাসন-বারণ তখন কি আর মন শোনে!
ভাবছো যদি ঘোর ও’ পথে দৃষ্টি হলেও পদ হারা,
আপনা ভেবে দেয় কে দিশা কও তো বিধি বন্ধনে!
থাক ও’ ঘাড়ে মস্ত খাতা মানছি বিধি পাপ জমার,
তারচে’ ভারি বাটখারা যে সবাই বলে দান ক্ষমার!
কেনেই যাবে দুখ বা সুখে জ্ঞানহীনে দাস কাল হেরে?
খুব ভাবি দায় সব কি তারই, কলঙ্ক কি নয় তোমার!
(২) অবুঝ প্রেম
প্রেম যে আমার বড়ই অবুঝ রজ্জু বেঁধে দুই হাতে,
হৃদ মাঝারে রোপছে কাঁপন বুঝবে কে কোন সংঘাতে?
উইড়া যা রে বুলবুলি তুই করিস না আজ আর দেরি,
দরুদ সালাম দে পৌঁছে দে নূর নবীজীর রওজাতে!
(৩) একটু চাওয়া
হৃদ যে চির আশায় ভরা স্বপ্ন রঙিন জন বাহী,
কেউ বা খোঁজে দিন রজনী হোক ভূতলে বাদশাহী।
এই তো আছি সবার মতো! চাইলে দিতে ঢের বেশী?
হে প্রিয় রব ভাগ্যে লিখো একটু দীদার এলাহী!
দীদার এলাহী> দীদারে এলাহী।
(৪) কও তো!
ঝড় বা বাদল হানলে আঘাত ভাঙা বুকের বাম কোণে
হই তো কাতর, শাসন-বারণ তখন কি আর মন শোনে!
ভাবছো যদি ঘোর ও’ পথে দৃষ্টি হলেও পদ হারা,
আপনা ভেবে দেয় কে দিশা কও তো বিধি বন্ধনে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন