বিপুল চন্দ্র রায়

কবিতা - বিদ্যাদায়িনী দেবীর আরাধনা

লেখক: বিপুল চন্দ্র রায়

মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি,বিদ্যাদেবীর আহবান করি বিদ্যার্থী।
মা সরস্বতী দেবীর আগমনে পূজা ধূমধাম খুশি সবার মনে।
বিদ্যাদানে মা সরস্বতী আসছে,বরণ করি শ্বেতফুল মালা দিয়ে।
এসো হে বিদ্যার্থী ভাই-বোন,মন্ত্রপাঠ,পুষ্পাঞ্জলি দেই শুদ্ধ মনে।
জ্ঞান দান করবে মা আমাদের সন্তান ভেবে,মা প্রণাম তোমায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন