বিপুল চন্দ্র রায়

কবিতা - বিদ্যাদায়িনী দেবীর আরাধনা

বিপুল চন্দ্র রায়
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ধর্মীয় কবিতা

মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি,বিদ্যাদেবীর আহবান করি বিদ্যার্থী।
মা সরস্বতী দেবীর আগমনে পূজা ধূমধাম খুশি সবার মনে।
বিদ্যাদানে মা সরস্বতী আসছে,বরণ করি শ্বেতফুল মালা দিয়ে।
এসো হে বিদ্যার্থী ভাই-বোন,মন্ত্রপাঠ,পুষ্পাঞ্জলি দেই শুদ্ধ মনে।
জ্ঞান দান করবে মা আমাদের সন্তান ভেবে,মা প্রণাম তোমায়।

পরে পড়বো
২৯১
মন্তব্য করতে ক্লিক করুন