গাও তব হরিনাম ভবে,থাকবেনা আর পাপের ভার,
জাগবে মনে ভক্তি,পাবে শক্তি,তবেই পাবে পাপে মুক্তি।
পাপে পূণ্য অপকর্ম,কু-কর্ম,জীবন তব জঘন্য;ভয় নেই!
ডাকো দিননাথ ভগবানকে,নিত্যদিন ত্রি-সন্ধ্যা করো,
মহাপাপ ধূলীরসাদ হবে,সুন্দর জগতময় সংসারে।
এই পণ করি সদা সনাতন ভাই
এক সাথে চলি,এক সাথে লড়ি,এক সাথে বাঁচি।
এক সাথে ঐক্য হয়ে এসো প্রতিবাদ করি।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন