কবিতা - সরস্বতী বন্দনা বিপুল চন্দ্র রায় সোমবার, ১৪ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা ঐ দেখো ঐ সরস্বতী, শুভ্র বসনে ঝলমল জ্যোতি। হাতে বীণা বাজে সুর, জ্ঞান দান করো,দাও সুমতি। তুমি মা গো সুরের রাণী, সারা বিশ্বে তোমার বাণী। অজ্ঞতার আঁধার বিনাশ করো, তোমারই চরণে করি প্রণতি। ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন