বিপুল চন্দ্র রায়

কবিতা - সরস্বতী বন্দনা

বিপুল চন্দ্র রায়

ঐ দেখো ঐ সরস্বতী,
শুভ্র বসনে ঝলমল জ্যোতি।
হাতে বীণা বাজে সুর,
জ্ঞান দান করো,দাও সুমতি।
তুমি মা গো সুরের রাণী,
সারা বিশ্বে তোমার বাণী।
অজ্ঞতার আঁধার বিনাশ করো,
তোমারই চরণে করি প্রণতি।

৩১
মন্তব্য করতে ক্লিক করুন