আব্দুস সাত্তার সুমন

কবিতা - অলংকার

লেখক: আব্দুস সাত্তার সুমন

টুকরো টুকরো কাচের খন্ড
অলংকারের সাজে
চকচক করে রংধনু তে
সুন্দরীদের মাঝে।

হারের বালা, চুড়ির দুলে
টিকলি, বিছার, পায়েল
অলংকারে অঙ্গ তাহার
মন করেছে ঘায়েল।

আংটি, ঘড়ি, চেইন, ক্লিপে
পরলে সুন্দর জানি,
হীরা পান্না দামী পাথর
হুর পরীদের রানী।

অলংকারের সাজুগুজু
করবে হরষিরা,
আফ্সারাদের রশ্নি বিলায়
নারীকুলের মেয়েরা।

২৩২
মন্তব্য করতে ক্লিক করুন