উৎসব মেলা

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

মেলায় যাবে দিদিমণি
বিড়াল ছানা নিয়ে!
সবাই মিলে মজা করে
দেখব পুতুল বিয়ে।

নাগরদোলায় চড়বো সবে
চুলের ফিতা নিব,
দাদার জন্য চশমা কিনে
মাকে আমি দিব।

কাঠের নৌকা পুতুল আমার
ভীষণ ভালো লাগে,
উৎসব মেলায় নিয়ে আসলে
থাকব সবার আগে।

গানের তালে সবুজ বাতি
জ্বলে মিটিমিটি,
বারে বারে আনন্দেরই
আসে এমন দিনটি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন