আব্দুস সাত্তার সুমন

কবিতা - উৎসব মেলা

লেখক: আব্দুস সাত্তার সুমন
ধরণ: ছড়া

মেলায় যাবে দিদিমণি
বিড়াল ছানা নিয়ে!
সবাই মিলে মজা করে
দেখব পুতুল বিয়ে।

নাগরদোলায় চড়বো সবে
চুলের ফিতা নিব,
দাদার জন্য চশমা কিনে
মাকে আমি দিব।

কাঠের নৌকা পুতুল আমার
ভীষণ ভালো লাগে,
উৎসব মেলায় নিয়ে আসলে
থাকব সবার আগে।

গানের তালে সবুজ বাতি
জ্বলে মিটিমিটি,
বারে বারে আনন্দেরই
আসে এমন দিনটি।

১৩৬
মন্তব্য করতে ক্লিক করুন