বন্ধু তুমি নেই
আব্দুস সাত্তার সুমন
তুমি যেন থাকো বন্ধু
চিরকালই নবীন,
ভবঘরে রক্ত শেফালী
হবে না যে প্রবীণ।
তোমার লালে প্রবাদ যেন
সত্য নয়ন তারা,
রেখে গেছো বন্ধু তুমি
প্রেমের ঝর্ণাধারা।
অশ্রুসিক্ত ঘুমায় আছো
মৃত্তিকারী বাড়ি,
তোমার পথ চেয়ে আছে
স্বজনপ্রীতি দাড়ি।
তুমি ছিলে আশেপাশে
জড়ো হতাম সাজে,
সঙ্গী সাথী সবই আছে
নেইকো তুমি মাঝে।
চিরকালই নবীন,
ভবঘরে রক্ত শেফালী
হবে না যে প্রবীণ।
তোমার লালে প্রবাদ যেন
সত্য নয়ন তারা,
রেখে গেছো বন্ধু তুমি
প্রেমের ঝর্ণাধারা।
অশ্রুসিক্ত ঘুমায় আছো
মৃত্তিকারী বাড়ি,
তোমার পথ চেয়ে আছে
স্বজনপ্রীতি দাড়ি।
তুমি ছিলে আশেপাশে
জড়ো হতাম সাজে,
সঙ্গী সাথী সবই আছে
নেইকো তুমি মাঝে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন