মাছ ধরবে চাচা বাবা
সঙ্গে যাব আমরা,
ভরা দুপুর রৌদ্র বেশি
পুড়ে যাবে চামড়া!
বড় জ্যাঠা নিবে নাকি
আমাদেরই সাথে?
ছোট চাচ্চুর সঙ্গে রবে
ছিপ নিয়েছি হাতে।
খুঁজে খুঁজে ধরবো মাছ
কোথায় আছে পানি!
ছোট বড় অনেক জাতের
ধরবে মাছের রানী।
হাঁটু জলে নেমে তারা
পাইনি কোন কিছু,
ভাই বোন সবাই মিলে
ছুটছি তাদের পিছু।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন