আব্দুস সাত্তার সুমন

কবিতা - মাছ ধরবো

লেখক: আব্দুস সাত্তার সুমন
ধরণ: ছড়া

মাছ ধরবে চাচা বাবা
সঙ্গে যাব আমরা,
ভরা দুপুর রৌদ্র বেশি
পুড়ে যাবে চামড়া!

বড় জ্যাঠা নিবে নাকি
আমাদেরই সাথে?
ছোট চাচ্চুর সঙ্গে রবে
ছিপ নিয়েছি হাতে।

খুঁজে খুঁজে ধরবো মাছ
কোথায় আছে পানি!
ছোট বড় অনেক জাতের
ধরবে মাছের রানী।

হাঁটু  জলে নেমে তারা
পাইনি কোন কিছু,
ভাই বোন সবাই মিলে
ছুটছি তাদের পিছু।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন