জিতে গেছি
আব্দুস সাত্তার সুমন
জিতে গেছি জিতে গেছি
বলে খেলার মাঝে,
খেলা শেষে লক্ষ্য করে
ক্লাইম্যাক্স বাকি আছে।
মধ্য লগন পাড়ি হলে
আনন্দেরই ভেলা,
গোলের রানের সেঞ্চুরিতে
জিতে গেছে খেলা?
স্বাধীন হলো ঘুমিয়ে আছি
আসলে কি তাই?
ষড়যন্ত্র চারিদিকে
ক্ষমতা যে চাই।
খেলা শেষে শূন্য হাতে
ফিরছে কারা বাড়ি?
আরাম আয়েশ করে যারা
চলছে দামি গাড়ি!
স্বৈরাচার যে চলে গেছে
লুকিয়ে আছে দেশে!
পতন হয় না মীরজাফরের
থাকে বহু ভেসে।
বলে খেলার মাঝে,
খেলা শেষে লক্ষ্য করে
ক্লাইম্যাক্স বাকি আছে।
মধ্য লগন পাড়ি হলে
আনন্দেরই ভেলা,
গোলের রানের সেঞ্চুরিতে
জিতে গেছে খেলা?
স্বাধীন হলো ঘুমিয়ে আছি
আসলে কি তাই?
ষড়যন্ত্র চারিদিকে
ক্ষমতা যে চাই।
খেলা শেষে শূন্য হাতে
ফিরছে কারা বাড়ি?
আরাম আয়েশ করে যারা
চলছে দামি গাড়ি!
স্বৈরাচার যে চলে গেছে
লুকিয়ে আছে দেশে!
পতন হয় না মীরজাফরের
থাকে বহু ভেসে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন