খুঁজি যখন পাই না তাকে
ধরাছোঁয়ার বাহির,
অদৃশ্য এক মানব জাতি
করে না যে জাহির!

কথা শুনে চুপ থাকে সে
অবাক চোঁখে দেখে,
শব্দ ছাড়া দৃশ্য মানব
চুপে চুপে শেখে।

বললে কথা সারা দেয়না
কেমন তারা সঙ্গী?
লুকায় বেড়ায় সবখানেতে
রহস্যময় ভঙ্গি।

জ্বিন পরীদের মতন করে
গায়েব হয়ে চলে,
অকপটে বসে থাকে
কোন কথা বলে।

২৮৩
মন্তব্য করতে ক্লিক করুন