দেশ ছাড়িলো আজি
আব্দুস সাত্তার সুমন
আলেমদের মেরে যারা
ত্যাগ করেছে দেশ!
স্বৈরাচারীর পতন হলো
সোনার বাংলাদেশ।
ছাত্র-ছাত্রী জীবন দিল
জন কিষান মাঝি,
রিজার্ভ সব লুঠে নিয়ে
দেশ ছাড়িল আজি।
রক্ত খেকো পিশাচিনী
দলের নেতা নেত্রী,
পালিয়ে বেড়ায় সর্বোপরি
গর্তে লুকায় মত্রী।
মগের মুল্লুক ছিল বলে
বাকরুদ্ধ সবই,
রক্ষা দিলে প্রভু তুমি
ছোট্ট মোদের দাবি।
ভুলে যায়নি দেশের মানুষ
ধ্বংসলীলায় জব্দ,
আত্মচিৎকার আহাজারি
ভেসে আসে শব্দ।
ত্যাগ করেছে দেশ!
স্বৈরাচারীর পতন হলো
সোনার বাংলাদেশ।
ছাত্র-ছাত্রী জীবন দিল
জন কিষান মাঝি,
রিজার্ভ সব লুঠে নিয়ে
দেশ ছাড়িল আজি।
রক্ত খেকো পিশাচিনী
দলের নেতা নেত্রী,
পালিয়ে বেড়ায় সর্বোপরি
গর্তে লুকায় মত্রী।
মগের মুল্লুক ছিল বলে
বাকরুদ্ধ সবই,
রক্ষা দিলে প্রভু তুমি
ছোট্ট মোদের দাবি।
ভুলে যায়নি দেশের মানুষ
ধ্বংসলীলায় জব্দ,
আত্মচিৎকার আহাজারি
ভেসে আসে শব্দ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন