চলো বৃষ্টিতে ভিজি
আব্দুস সাত্তার সুমন
বৃষ্টি পড়ে ভিজবো আজি
মেঘমল্লার দেশে,
মুষলধারে বর্ষা বইছে
মিলিত হই শেষে।
ঝিরিঝিরি বাতাস বহে
অপরূপা দৃষ্টি,
পূর্ণিমারই দমকা হাওয়া
উজান ভাটা বৃষ্টি।
টুপুর টুপুর শব্দে যেন
বৃষ্টি ভেজা দিনে,
কচি ঘাসের টলমলে জল
ভালোবাসার ঋণে।
উথাল পাথাল বৃষ্টি পড়ে
ভীষণ ভালো লাগে,
সাথী তুমি পাশে আছো
শীতলা পরশ জাগে।
সাঁতার কাটে ওই জলেতে
আকাশ ভারি কালো,
চলো ভিজি বৃষ্টিতে আজ
লাগছে দারুণ ভালো।
মেঘমল্লার দেশে,
মুষলধারে বর্ষা বইছে
মিলিত হই শেষে।
ঝিরিঝিরি বাতাস বহে
অপরূপা দৃষ্টি,
পূর্ণিমারই দমকা হাওয়া
উজান ভাটা বৃষ্টি।
টুপুর টুপুর শব্দে যেন
বৃষ্টি ভেজা দিনে,
কচি ঘাসের টলমলে জল
ভালোবাসার ঋণে।
উথাল পাথাল বৃষ্টি পড়ে
ভীষণ ভালো লাগে,
সাথী তুমি পাশে আছো
শীতলা পরশ জাগে।
সাঁতার কাটে ওই জলেতে
আকাশ ভারি কালো,
চলো ভিজি বৃষ্টিতে আজ
লাগছে দারুণ ভালো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন