সাহিত্য লেবাস
আব্দুস সাত্তার সুমন
ওরা নাকি সর্বসেরা
জানা আছে সব!
সংস্কারের লেবাস পড়ে
দখলদারির জব।
সাহিত্য যে ব্রিটিশ বাবার
নীল চাষীদের মত?
শুদ্ধ কথায় মলম মালিশ
পোড়া জাগায় ক্ষত।
সোনা রুপার কাঠি দিয়ে
ঘুমায় ছিল আঁখি?
জোয়ার ভাটায় উঁকি মারে
পুরাতন মুখ দেখি!
বড় বড় গদিগুলো
দখল করে বসা,
নতুন মুখটি আনতে হবে
ধ্বংস হবে মশা
জানা আছে সব!
সংস্কারের লেবাস পড়ে
দখলদারির জব।
সাহিত্য যে ব্রিটিশ বাবার
নীল চাষীদের মত?
শুদ্ধ কথায় মলম মালিশ
পোড়া জাগায় ক্ষত।
সোনা রুপার কাঠি দিয়ে
ঘুমায় ছিল আঁখি?
জোয়ার ভাটায় উঁকি মারে
পুরাতন মুখ দেখি!
বড় বড় গদিগুলো
দখল করে বসা,
নতুন মুখটি আনতে হবে
ধ্বংস হবে মশা
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন