গায়ের পথে

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

দু'ভাই মিলে ভর দুপুরে
মাওনা গায়ের হাটে!
গ্রামের পথে হেটে চলে
কাদামাখা মাঠে।

কত কাজে যেতে হলো
গ্রাম থেকে গ্রাম,
নাস্তা করে চায়ে ধোঁয়ায়
চুমুক দিয়ে আরাম।

পায়ে হেঁটে বাইকে চড়ে
বৃষ্টি ভেজা পথে,
বর্ষার দিনে সবুজ ঘেরা
আনন্দেরই রথে।

ছাদ বাগানে অন্ধকারে
রাতের মুগ্ধ হওয়া,
মিলেমিশে রবে ক্ষণে
স্বার্থ ছাড়া চাওয়া।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন