আব্দুস সাত্তার সুমন

কবিতা - অতীতকালে বিয়ে

লেখক: আব্দুস সাত্তার সুমন

অতীতকালে বিয়ে
আব্দুস সাত্তার সুমন

অতীতকালের বিয়ে গুলো
হত সরল সোজা!
পরিবারের পছন্দতে
ছিল না যে বোঝা।

পায়ে হেঁটে, মেঠো পথে
বর আসতো বাড়ি,
যাতায়াতে ছিল না তো
চলাচলের গাড়ি।

ঘোমটা দিয়ে চুপটি করে
সামনে কনে বসে,
পান সুপারির হাতে নিয়ে
উঠান মাঝে এসে।

খোলামেলা জায়গা নিয়ে
গাছের নিচে বসা,
আড়াল থেকে মা খালাদের
মনে অনেক আশা।

কাচের চুড়ি, আলতা ফিতা
লাল রঙের শাড়ি,
পিঠাপুলির আয়োজনে
সাথে মিষ্টি হাড়ি।

চেনা জানা নাই যে তাদের
ভাগ্যবিধি লেখা!
সুখে ছিল জীবন তখন
বর কনেদের দেখা।

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন