হে রাসূল

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

হে রাসূল প্রিয় নবী
শ্রেষ্ঠ মানব ধন,
তোমাকে সবাই ভালোবাসে
তুমি অমূল্যজন।

আরব দেশের রাসূল আমার
তুমি সর্ব সেরা,
তোমার জন্য সকল সৃষ্টি
ধ্যানমগ্ন সেই হেরা।

হাদিস কোরআন পূর্ণ কিতাব
দিয়েছো সম্মান,
তুমি আমার স্বপ্নের রাসুল
তুমি আমার মান।

শাফায়াতের ফেরিওয়ালা
দিতে পারি প্রাণ,
হৃদয়ে রেখেছি তোমাকে
গোলাপ মাখা ঘ্রাণ।

রাসূলের দিশায় বিচরণ
কুরআনের কথা বলি,
হাদিসের কথা বলতে গিয়ে
সত্যের পথে চলি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন