রানীর বিয়ে হবে আজি
রাজা দুরু দেশে!
হাতি ঘোড়া সানাই নিয়ে
স্বপ্নপুরে আসে।
দেশের প্রজা সামিল হবে
গণ্যমান্য ব্যক্তি!
হীরা পান্না নিবে রাজা
রানীর সাথে চুক্তি।
বিয়ে হয়ে গেল রানীর
পড়ে থাকলো মাটি,
রাজ্যটাকে বিক্রি করে
ধরায় দিল বাটি।
রাজ্য কন্যা চলে গেল
আমরা সরল সোজা,
রাজা রানীর বিয়ে খেয়ে
মাথায় ঋণের বোঝা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন