আব্দুস সাত্তার সুমন

কবিতা - জোকার

লেখক: আব্দুস সাত্তার সুমন

উচ্চস্বরে আওয়াজ তুলে
জোকার সেজে ঘুরে!
হাতে হাতে দিচ্ছে তালি
হকার হয়ে দূরে।

সত্য মিথ্যা পাশাপাশি
কথায় কথায় জেরা,
বলতে পারে ওরা কথা
আমি সবার সেরা।

শত শত মিথ্যে বলে
হাজার ভঙ্গ করে!
রংতামাশার মহলটাকে
জোকার হয়ে ধরে।

সভ্যতা যে মঞ্চে ঘেরা
মুখোশ দিয়ে থাকি,
বিনোদনের জীবন যাদের
ক্ষুদ্র সময় বাকি।

১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন