আব্দুস সাত্তার সুমন

কবিতা - বন্যা নয় যুদ্ধ

আব্দুস সাত্তার সুমন
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

বৃষ্টি বন্যা হতে পারে
প্রকৃতেরি খেলা,
বাঁধের পানি ছেড়ে দিয়ে
মিটায় মনের জ্বালা।

পূর্ব থেকে ছিল তারা
ষড়যন্ত্রে লিপ্ত,
বদলে গেল সবই তখন
হলো তারা ক্ষিপ্ত।

যুদ্ধ এটা..বন্যা নয় সে
বুঝিনা যে মোরা!
চাষাবাদে পানি দরকার
জলশূন্য ধারা।

বাঁধের পানি আটকে রেখে
সুযোগ মতন ছাড়ে,
অস্ত্র ছাড়া মাস্টার বুদ্ধি
বন্যা দিয়ে মারে।

পানিবন্দি শিশু বৃদ্ধ
শস্য শ্যামল জমি,
গরু ছাগল হাজার পশু
ধ্বংস বসত ভুমি

পরে পড়বো
৪২৩
মন্তব্য করতে ক্লিক করুন