দশ টাকায় কেন
আব্দুস সাত্তার সুমন
হঠাৎ করে বাবা বলে
টাকা নাও হাজার!
ধনেপাতা কিনবে তুমি
মানিকদির বাজার।
দশ টাকায় আনতে হবে
ইফতার সময় অল্প!
এক নিমিষেই দৌড়ে গেলাম
বন্ধ করে গল্প।
প্রথম কেনা আমার হাতে
হুকুম তামিল করি,
সদায় যেন প্রতিক্ষনে
বাবার হাতটি ধরি।
সবুজ পাতা পেলাম ভালো
বাবা মহা খুশি,
এমন করে থাকবো পাশে
বাবা ভালোবাসি।
টাকা নাও হাজার!
ধনেপাতা কিনবে তুমি
মানিকদির বাজার।
দশ টাকায় আনতে হবে
ইফতার সময় অল্প!
এক নিমিষেই দৌড়ে গেলাম
বন্ধ করে গল্প।
প্রথম কেনা আমার হাতে
হুকুম তামিল করি,
সদায় যেন প্রতিক্ষনে
বাবার হাতটি ধরি।
সবুজ পাতা পেলাম ভালো
বাবা মহা খুশি,
এমন করে থাকবো পাশে
বাবা ভালোবাসি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন