গরমে শীতের পিঠা
আব্দুস সাত্তার সুমন
গরমকালে শীতের পিঠা
বর্ষা যাচ্ছে চলে..
আধো আধো হালকা শীতে
খাবে খুকু বলে।
মরিচ বাটা চিতই পিঠা
গরম পানির জলে,
সেদ্ধ করে খাবে খোকা
কাঁঠাল গাছের তলে।
শীতের সময় দেবো তোদের
এখনো দু'মাস বাকি,
নতুন ধানের খেজুরের গুড়
উঠবে তখন নাকি!
আম্মু তুমি দিবে আমায়
মিঠাপুলি করে,
বায়না করে খোকা খুকু
ছাড়ছে না যে মোরে।
বর্ষা যাচ্ছে চলে..
আধো আধো হালকা শীতে
খাবে খুকু বলে।
মরিচ বাটা চিতই পিঠা
গরম পানির জলে,
সেদ্ধ করে খাবে খোকা
কাঁঠাল গাছের তলে।
শীতের সময় দেবো তোদের
এখনো দু'মাস বাকি,
নতুন ধানের খেজুরের গুড়
উঠবে তখন নাকি!
আম্মু তুমি দিবে আমায়
মিঠাপুলি করে,
বায়না করে খোকা খুকু
ছাড়ছে না যে মোরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন