লিখি কত ভালোবেসে যে কোনো সময়, অসময়ে
ভালোবেসে থাকি শব্দ, পংক্তি ও ছন্দের আশ্রয়ে।
সে কবিতা, ছড়া অথবা লিমেরিক
যে নেয় চুরি করে তাকে শত ধিক!
থাকে না সে কখনোই সৃজনের দেবতার প্রশ্রয়ে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন