তারা শিক্ষিত

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

মা-বাবার কথা শোনে না 
সুশীল ছাত্র-ছাত্রী!
ওস্তাদজিকে লাঞ্ছনা দেয় 
সু-সমাজের যাত্রী। 

শিক্ষাগুরু মাথার মুকুট 
সিনিয়রদের কথা!
মুখোশধারী অফিস কলিগ 
পাশে থাকে যথা। 

জুনিয়াররা মহাজ্ঞানী 
বাবা মাকে মারে,
গুরুজনদের বঞ্চনা দেয় 
আঘাত দিচ্ছে তারে। 

বৈষম্য পেলো কোথায়?
সভ্য মহান বেটা! 
যেটা দিচ্ছো তোমরা এখন 
ফিরে পাবা সেটা। 

তারা নাকি শিক্ষিত আজ 
বিবেকহীন দানব!
নবজাতক দেখবে এসে 
বিবেক শূন্য মানব।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন