কবিতা - মুজিব চেনো

লেখক: মুসা

শেখ মুজিব কে বুঝতে হলে
একাত্তরে দাঁড়িয়ে যাও,
পাকিস্তানি সেনার মুখে
সংগ্রামী সেই বক্তব্য দাও।

শেখ মুজিবকে বুঝতে হলে
ছয় দফাকে দাবি করো,
পাকিস্তানি সেনার মুখে
দেখি এবার লড়ে পরো।

শেখ মুজিবকে বুঝতে হলে
আগরতলার সে মামলা খাও
নির্বাচনে জেতার পরে
আসন ছেড়ে বেরিয়ে যাও।

শেখ মুজিবকে বুঝতে হলে
সাতেই মার্চের সেই ভাষণ দাও
পাকিস্তানি লোকের হাতে
25 শে মার্চ গ্রেফতার হও।

গোটা তোমার বাঙালি এই
যুদ্ধে করার সেই হুকুম দাও
কয়জন দেখি তোমার কথায়
যুদ্ধ করে সেই বলে দাও।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন