মহাবিশ্বের স্রষ্টা, প্রজাপতি ব্রহ্মা,
আদি ও অনন্ত, তিনিই পরমাত্মা।
পদ্মফুলে আসন যাঁর, সৃষ্টি অপার,
বিশ্ব গড়েন তিনি, সকল সৃষ্টির আধার।
চারটি মুখে তাঁর, বাজে বেদ মন্ত্র,
কমণ্ডলু আর দণ্ড হাতে, তিনিই নিয়ন্তা।
জ্ঞানের প্রতীক তিনি, তিনিই স্রষ্টা মহান,
মহাবিশ্বের মালিক তিনি, তিনিই ভগবান।
তাঁরই ইচ্ছায় এই বিশ্ব প্রকাশিত,
অনন্ত রূপে তিনি সদা প্রতিভাত।
প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিরই প্রাণ,
সৃষ্টিকর্তার চরণে শত কোটি প্রণাম।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন