সন্ধ্যামালতী
নজরুলের জীবদ্দশায় এই নামে কোনো গ্রন্থ প্রকাশিত হয় নি। নজরুলের অসুস্থ অবস্থায় ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (আগস্ট-সেপ্টেম্বর, ১৯৭১) এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল।
এই গ্রন্থে গানের সংখ্যা ১৮৪টি গান ও \’শাল-পিয়ালের বনে\’ এবং শ্রীমন্ত নাটিকা অন্তর্ভুক্ত হয়েছিল।
কবি কাজী নজরুল ইসলামের এই রচনাগুলো এতকাল লোকচক্ষুর অন্তরালে বাস করিতেছিল। কবিপুত্রদ্বয়ের সহযোগিতায় ও আনুকুল্যে রচনাগুলি গ্রন্থাকারে প্রকাশ করা সম্ভব হইল। এজন্য আমাদের ও পাঠকসমাজের পক্ষ হইতে তাঁহাদের কৃতজ্ঞতা জানাইতেছি। -প্রকাশক

মন্তব্য করতে ক্লিক করুন