দানের টাকায় ট্যুর
আব্দুস সাত্তার সুমন
জনগণের কষ্টের টাকা
অন্য, বস্ত্র দান!
বন্যার্থীদের অর্থ নিয়ে
ট্যুর করিতে যান?
সর্বস্তরের ক্ষুদ্র আয়ের
লক্ষ টাকা দিল,
বেশি ভাগের টাকা দিয়ে
গাড়ি ভাড়া নিল।
চশমা পরে, মেকআপ করে
ছেলে মেয়েরা যাচ্ছে!
গরিব দুঃখীর দানের টাকা
কেমন করে খাচ্ছে?
চাচ্ছে যারা ভাইরাল হতে
আনন্দেরই মেলা!
লজ্জা শরম নাই যে তাদের
লাঞ্চিত এক খেলা।
আমানতের টাকা গুলো
খেয়ানত করে!
অনাহারে ভাসছে যারা
মরছে অনাদরে।
অন্য, বস্ত্র দান!
বন্যার্থীদের অর্থ নিয়ে
ট্যুর করিতে যান?
সর্বস্তরের ক্ষুদ্র আয়ের
লক্ষ টাকা দিল,
বেশি ভাগের টাকা দিয়ে
গাড়ি ভাড়া নিল।
চশমা পরে, মেকআপ করে
ছেলে মেয়েরা যাচ্ছে!
গরিব দুঃখীর দানের টাকা
কেমন করে খাচ্ছে?
চাচ্ছে যারা ভাইরাল হতে
আনন্দেরই মেলা!
লজ্জা শরম নাই যে তাদের
লাঞ্চিত এক খেলা।
আমানতের টাকা গুলো
খেয়ানত করে!
অনাহারে ভাসছে যারা
মরছে অনাদরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
নান্দনিক উপস্থাপনা প্রতিবাদী কলমের সৈনিক।