মুরুব্বী দাদা
আব্দুস সাত্তার সুমন
মুরুব্বী আমার দাদা ভাই
বৃষ্টি ভেজা দিনে,
কাব্যটাকে ভালোবেসে
সাহিত্যেরই টানে।
কর্ম কাজে হাজার বাধা
নিষ্ঠা তাহার মাঝে,
সাদা মনের মানুষ দাদা
ব্যস্ত সদা সাজে।
জামান স্বজন, বন্ধু সকল
গ্রাম হোক না যেই,
সবুজ শ্যামল দেশের ছেলে
বটবৃক্ষ সেই।
উপহারের ডালা সাজায়
লিচু, আমের বাহার,
ভালোবেসে যা দিয়েছে
খুশিমুখে আহার।
বয়স তোমার ষাটের ঘরে
কোথায় ছিলে তুমি?
হাজার বাধা লক্ষ্যভেদে
ভালোবাসি আমি।
বৃষ্টি ভেজা দিনে,
কাব্যটাকে ভালোবেসে
সাহিত্যেরই টানে।
কর্ম কাজে হাজার বাধা
নিষ্ঠা তাহার মাঝে,
সাদা মনের মানুষ দাদা
ব্যস্ত সদা সাজে।
জামান স্বজন, বন্ধু সকল
গ্রাম হোক না যেই,
সবুজ শ্যামল দেশের ছেলে
বটবৃক্ষ সেই।
উপহারের ডালা সাজায়
লিচু, আমের বাহার,
ভালোবেসে যা দিয়েছে
খুশিমুখে আহার।
বয়স তোমার ষাটের ঘরে
কোথায় ছিলে তুমি?
হাজার বাধা লক্ষ্যভেদে
ভালোবাসি আমি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন