শিক্ষাগুরু

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

শব্দ কেন করছ তোমরা
ঠিক করে পড়ো,
একসাথে সবাই মিলে
বইটি হাতে ধরো।

বাংলা অংক ইংরেজিতে
দক্ষ ছিলেন ভারী,
আরবি শিক্ষা ধর্ম মতে
নেইকো তাহার জুরি।

সমাজ বিজ্ঞান আধুনিকের
শিক্ষা গুরু আমার,
ধীরে ধীরে ধৈর্য নিয়ে
পড়াতেন সবার।

বৃদ্ধ হয়ে গেছেন তিনি
চোখে কম দেখে,
কানে শুনতে পায় না তেমন
তাও সদা লিখে।

গুরু কথা মনে পড়ে
শাসন ভালোবাসা,
সকল শিক্ষক সুস্থ রবে
প্রভুর কাছে আশা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন