চিঠির খাম

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

ডিজিটালের পদার্পনে
স্বপ্ন মিটিমিটি,
স্মৃতিগুলো মনে পড়ে
কেউ লেখে না চিঠি।

ডাক টিকিটের বাক্সটা যে
শুন্য একটা খাঁচা,
চিঠি এখন বস্তা বন্দী
বলছে আমায় বাঁচা।

রানার আজ হারিয়ে গেছে
মুঠোফোনের সাথে,
সীমাবদ্ধ চিঠির পাতা
ভার্চুয়ালের হাতে।

কাগজ-কলম হাতে নিয়ে
লেখে না তো কেহ!
মিউজিয়ামে পড়ে আছে।
চিঠির খামের দেহ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন