ময়না শালিক ময়না শালিক
দ্বন্দ্ব তাদের নাই!
কিচিরমিচির করে ডাকে
বহুরূপী ভাই।
ধূসর বরণ, কালো দেহ
সুন্দর দুটি পাখি,
মিষ্টি সুরে কথা বলে
জুড়ায় মনো আঁখি।
আষাঢ় মাসে নয়া ঘরে
খুঁজে আনে খানা!
কাকের ঘরে ডিম পাড়ে সে
চারটি করে ছানা।
মাথার জুটি, হলদে টিকি
গলায় হারের গয়না,
কন্ঠ ওরা নকল করে
শালিক পাখি ময়না।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন